আধিপত্য নিয়ে বিরোধের জেরে চার মাস বন্ধ থাকার পর অবশেষে খোলা হয়েছে গাইবান্ধার সাঘাটায় ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান শিমুলবাড়ী আলমাহাদ ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদরাসাতুস সালাফিয়া ওয়াতাহফিজুল কোরআন ওয়াদারুল ইয়ামিন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মাদরাসাটি খুলে দেওয়া হয়। এতে স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। এর আগে বুধবার সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দুই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিষ্ঠানটির চাবি আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। এতে চার মাস ধরে স্থবির থাকা পাঠদান ও কোরআন হিফজ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার জমি দখলকে কেন্দ্র করে চলতি বছরের ১০ জুন স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইউএনও আল কামাহ্ তমাল বলেন, এখন থেকে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলবে।’