লালমনিরহাটের আদিতমারীতে এনজিও কর্মীকে বিচারের আশ্বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন (৪২) এবং তার সহযোগী চান মিয়া (৪৩)।
মামলা সূত্রে জানা যায়, ওই এনজিওর সঙ্গে স্থানীয় নাসির উদ্দিন জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জয় তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে করতে অসীকৃতি জানালে ওই এনজিও কর্মী ৩ আগস্ট সন্ধ্যায় বিএনপি নেতা রিপনের সঙ্গে দেখা করেন। রিপন তাকে বিচারের আশ্বাস দিয়ে সহযোগী চান মিয়ার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেন। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল দুপুরে লালমনিরহাট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, ‘আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।’
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        