অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে বগুড়ার শেরপুরের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এ জরিমানা করে। ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেল অভিযান পরিচালনা করেন। এদিকে নানা অভিযোগে রংপুরে দুটি ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ।
সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি।