গাজীপুরের কালীগঞ্জে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেনের হোসপাইপ চলন্ত অবস্থায় খুলে গেছে। এতে ট্রেনের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি টেকপাড়া এলাকায় একেবারে থেমে যায়। পরে চালক, ট্রেন পরিচালক ও যাত্রীরা নেমে দেখেন, ‘ক’ বগির হোসপাইপ খুলে গেছে। এ পাইপ দিয়ে কমপ্রেসড এয়ার প্রবাহিত হয়, যা ট্রেনের নিয়ন্ত্রণব্যবস্থা সচল রাখে। পাইপটি খুলে যাওয়ায় ট্রেনের নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে বগিটি আড়িখোলা স্টেশনে নিয়ে যান। সেখানে ওই বগিটি রেখে অন্য বগি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি আবার কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
এরপর টঙ্গী-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমুদ্দিন বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল বেলা ২টার ২১ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, উদ্ধার কাজ সম্পন্নের পর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়।