রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক থেকে মঙ্গলবার সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহাসড়কের চন্দনী সেতুর ওপর মৃতদেহ দুটি পাওয়া যায় বলে রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান জানান।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৩০) ও ঝুলু (৩২)।
নিহতদের কাছে পাওয়া মোবাইল ফোন দিয়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন পাংশা হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ-হেল বাকী।
এসআই বদিয়ার জানান, সেতুর ওপর দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থলে একটি মোটরসাইকেলও পাওয়া গেছে।
বাস বা ট্রাকের চাপায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ