কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনের লেভেল ক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর মহানন্দা এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনা-যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পোড়াদহ রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার আব্দুল আলীম বলেন, ট্রেনের দুই বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছে। ট্রেনটি উদ্ধারে উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পোড়াদহ স্টেশন মাস্টার শরিফ উদ্দিন জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। রাত সোয়া ৯টা নাগাদ উদ্ধার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন