নেত্রকোনার ঠাকুরাকোনা রেলব্রীজে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ধনাইখালি নদীতে ডুবে যাওয়া কলেজ ছাত্র পিপল মিয়ার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহের একটি ডুবুরী দলের সহায়তায় আজ মঙ্গলবার রাত আটটার দিকে ছাত্রের লাশটি উদ্ধার করেছে।
পিপল মিয়া মোহনগঞ্জ ডিগ্রী কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলি গড়া গ্রামে। সে মৃত বাচ্চু মিয়ার ছেলে।
নেত্রকোনা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার নির্মল চন্দ্র সরকার জানান, গত সোমবার বিকালে ট্রেনের ছাদে চড়ে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জে যাওয়ার পথে অসাবধানতা বশত রেলব্রীজের পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যায় ছেলেটি। এলাকাবাসাী পানিতে নেমে সারাদিন খোঁজাখুজি করে না পেয়ে মঙ্গলবার বিকালে নেত্রকোনা ফায়র সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ডুবুরী আনিয়ে আমরা পানিতে নামি। পরে ব্রীজের নীচে পানির তলদেশে ডুবে থাকা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন