'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' এই কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
আজ বুধবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, পৌর মেয়র এনায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ