বুকভরা স্বপ্ন নিয়ে দিনাজপুর থেকে বাসযোগে ময়মনসিংহ যাচ্ছিল হাবিবা খাতুন (১৮)। উদ্দেশ্য ময়মনসিংহ কৃষি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। কিন্তু তার সে স্বপ্ন পুরণ হলো না। পথিমধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় একটি পিকআপ ভ্যান তার প্রাণ কেড়ে নিল।
হাবিবা খাতুন দিনাজপুরের বিরল থানার গৌরিপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। বুধবার দুপুর একটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, হাবিবা খাতুন ময়মনসিংহ কৃষি ইনস্টিটিউটে ভর্তির জন্য দিনাজপুর থেকে বাসযোগে রওনা হয়। বাসটি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকার মহাসড়কের পাশে হানিফ হোটেলে সামনে খাবারের জন্য যাত্রাবিরতি করে। এসময় হাবিবা খাতুন স্বল্পমুল্যে খাবারের জন্য মহাসড়কের বিপরীত পাশে অন্য একটি হোটেলে যেতে চেষ্টা করে। রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-১৬-৯৬২১) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিবা খাতুন মারা যায়। লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।
ঘাতক পিকআপভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন