ভারতীয় দুই নাগরিককে ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ইমরান ইসলাম সাজু, বাবলু, এবং মোশারফ হোসেন তারেক।
গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার বিকেলে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। আজ চট্টগ্রাম জেলা আদালতে তাদের রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘ভারতীয় নাগরিকদের মালামাল ডাকাতি ও ছুরিকাঘাতের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামীকাল তাদের রিমান্ড শুনানী হবে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক কামাল উদ্দিন বলেন, ‘গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে একাদিক ডাকাতি মামলা রয়েছে। তারা চিহ্নিত ডাকাত চক্রের সদস্য।’
প্রসঙ্গত, গত সোমবার রাতে জেলার সীতাকুণ্ডের পন্থিসিলা এলাকায় ডাকাতের কবলে পড়ে ভারতীয় একদল তীর্থযাত্র। এসময় ডাকাত দলের ছুরিকাঘাতে দুইজন আহত হন।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন