বগুড়ার শিবগঞ্জের শিয়া মসজিদে গুলির ঘটনার জেরে মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান (রা.) এর মাজারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, মহাস্থান মাজার এলাকায় রবিবার থেকে পোশাকধারী ও সাদা পোশাকধারী ৮ জন পুলিশকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এর পরদিন সোমবার বিকালে শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মহাস্থান ঈদগাহ মাঠে আইনশৃংখলা রক্ষা এবং মাজার মসজিদের নিরাপত্তা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুর রহমানের পরিচালনায় এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ থানা পুলিশের ওসি এস এম আহসান হাবীব। তারা মহাস্থান মাজার এলাকায় সন্দেহভাজন কাউকে দেখা গেলে তাকে পুলিশের হাতে সোপর্দ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ডিসেম্বর মাগরিব নামাজের পর শিবগঞ্জের হরিপুর-চককানু গ্রামে শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত ও ইমামসহ অপর তিনজন আহত হয়। শিয়াদের নিরাপত্তায় সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এদিকে, বগুড়ার শিয়া মসজিদে গুলির ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। আতংক কাটাতে এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শ