আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষ্যে নীলফামারীরে সকল বধ্যভূমিতে একযোগে আলো প্রজ্জলন, আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় ৬টায় জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নীলফামারী সরকারি কলেজ চত্বরের বধ্যভূমিতে ৭১ সালে গনহত্যার শিকার মানুষের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জলন শেষে সেখানেই আলোচনা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ লায়লা আরজু-মান্দ বানুর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সম্মিলিত সাংস্কৃতি জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল জেলা কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
আলোচনা শেষে সেখানে শিল্পকলা একাডেমির শিল্পিরা গলসঙ্গীত পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন