সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেলের মূখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তার নাম মীর ইউসুফ আলী। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ আলীর ভাই সৈকত ও শেখ কামলূজ্জামান বাবু নামে আরো এক যুবক। আজ সকাল ৯টার দিকে সাতক্ষীরা ছয়ঘোরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর ইউসুফ আলী সদর উপজেলার লাবসা গ্রামের মীর আব্দুস সালামের ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ৯টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের পাশে অবস্থিত ছয়ঘোরিয়া পেট্রোল পাম্প থেকে মীর ইউসুফ আলী মোটরসাইকেলে তেল নিয়ে বাড়ি ফিরছিল। এসময় যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মীর ইউসুফআলী নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা আরোহী সৈকত ও শেখ কামলূজ্জামান বাবু আহত হয়। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/শরীফ