একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম (৫৮) নামে এক বন কর্মকর্তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) সদস্যরা।
গতকাল বুধবার গভীর রাতে র্যাবের একটি দল সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকা থেকে তাকে আটক করে।
মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের প্রয়াত আব্দুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। তিনি শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তাকে বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।
বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিঞা বলেন, বন কর্মকর্তা এ কে এম ইউসুফ আলমের বিরুদ্ধে আদালত গ্রেফেতারি পরোয়ানা জারি করেন। এ খবর জানতে পেরে তিনি শরণখোলা ছেড়ে দুবলার ফরেস্ট ক্যাম্পে গিয়ে আত্মগোপণ করেন। পরে তাকে গ্রেফতার করতে র্যাবের সহযোগিতা চাওয়া হয়।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, শরণখোলা থানা পুলিশ এ কে এম ইউসুফ আলমকে গ্রেফতারে সহযোগিতা চাইলে র্যাবের দুবলা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন