বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী দোয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ
নিহতরা হলেন বগুড়া সদরের ছোট বেলাইল গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৩০) ও তার ছেলে সুর্য মিয়া (১২) এবং অজ্ঞাতনামা যুবক (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গাইবান্ধা থেকে বগুড়া আসার পথে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী দোয়েল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্য (ওসি) আবুল বাসার জানান, বাস উল্টে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব