দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে মন্দিরটিতে এ হামলা হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জানান।
আহতরা হলেন- জেলার বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিপতি চন্দ্র রায়ে পুত্র রঞ্জিত চন্দ্র রায় (৪৫) এবং মিঠুন চন্দ্র রায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দিজেন চন্দ্র রায়ের পুত্র মিঠুন চন্দ্র রায় (২৫)।
প্রত্যক্ষদর্শী ক্ষীর প্রসাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাত পরিচয় ৩ যুবক এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। পরে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের ছোঁড়া গুলিতে রঞ্জিত চন্দ্র রায় ও মিঠুন চন্দ্র রায় আহত হয়।
ঘটনার পর পরেই স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহারোল থানার ওসি কর্মকর্তা মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুরে চিকিৎসক ইতালিয় ধর্মজাযক পিয়েরো পারলারীকে হত্যা চেষ্ঠার পর ৩০ নভেম্বর চিরিরবন্দরের রানীবন্দর এলাকায় এক হিন্দু হোমিও চিকিৎসককে গুলি করে হত্যার চেষ্ঠা করা হয়। এর ৫ দিনের মাথায় ৫ ডিসেম্বর ঐতিহাসিক কান্তজিউ রাশ মেলায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় ৬ জন।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/এস আহমেদ/মাহবুব