বগুড়ায় পৌর নির্বাচনে জেলা প্রশাসকের নিকট করা বিএনপিসহ ৫ মেয়র প্রার্থীর আপিল নামঞ্জর করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি, জাসদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। তবে কাহালু পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জহুরুল ইসলাম বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, বগুড়া জেলার ৯ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসারগণ ৬ মেয়র প্রার্থীর ও ২০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারনে অবৈধ ঘোষণা করেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তারা অবৈধ ঘোষণার তিনদিনের মধ্যে ডিসির নিকট আপিল করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ডিসি আশরাফ উদ্দিন তার কার্যালয়ে আপিল শুনানি গ্রহণ করেন। প্রতিটি শুনানির পর তার সিদ্ধান্ত ঘোষণা করেন।
প্রথমে সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র টিপু সুলতানের আপিল শুনানি করেন। এরপর একই পৌরসভার স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ফারাজি, শেরপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী রাসেল মাহমুদ, নন্দীগ্রাম পৌরসভার জাসদ (ইনু) প্রার্থী এ কে এম মাহবুবর রহমান রোস্তম সারিয়াকান্দি পৌরসভার স্বতন্ত্র প্রার্থী ও সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ সরদারের আপিল শুনানি শেষে তাদের প্রত্যেকের আপিল আবেদন না মঞ্জুর করেন।
অপরদিকে, কাহালু পৌরসভার স্বতন্ত্র প্রার্থী কারাবন্দি জামায়াত নেতা জহুরুল ইসলাম বাদশার আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া সাধারণ ও সরক্ষিত ওয়ার্ডের ২০ কাউন্সিলর প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব