ময়মনসিংহের ত্রিশালে গাছ কাটাকে কেন্দ্র করে ধানীখোলা ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়ার (৪৫) রডের আঘাতে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্যভাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে ধানীখোলা ইউনিয়নের মধ্যভাটি গ্রামে পল্লীবিদ্যুতের লোকজন বিদ্যুতের তারের উপর স্থানীয় ফজলু মিয়ার গাছ কাটতে যায়। এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাক চাঁন মিয়ার সাথে ফজলু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফজলু মিয়া বিএনপি নেতা চাঁন মিয়ার মাথায় রড দিয়ে আঘাত করে। এত ঘটনাস্থলেই চাঁন মিয়ার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব