ঝালকাঠিতে এক প্রবাসীর স্ত্রীকে 'ফুসলিয়ে' বিয়ে করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কনস্টেবল মো. জিয়াদুল হাওলাদার ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে তিনি।
ঝালকাঠি সদর থানার এসআই গৌতম কুমার ঘোষ বলেন, সোমবার ওই নারীর সৌদি আরব ফেরত স্বামী বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পুলিশ সদস্য মো. জিয়াদুল হাওলাদার ও নিজের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।
মামলায় তিনি ২৯ নভেম্বর তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ আনেন। তাছাড়া ১৩ ভরি স্বর্ণালংকার এবং কয়েক লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ আনা হয়েছে।
আদালত জিয়াদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং দুই সন্তানের জননী ওই নারীকে আগামী বছর ২৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
পরোয়ানা জারির পর বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি পুলিশ লাইন থেকে জিয়াদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ