রংপুরের বিভিন্ন স্থান থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে কোতোয়ালি থানা পুলিশ জামায়াতের ২, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের ৩, পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের ১ এবং পীরগাছা থানা পুলিশ বিএনপির ১ কর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার অভিযোগ ছাড়াও গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া একই সময় জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আরো ৪৮ জনকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ