নাটোরের বড়াইগ্রামের খেুজরতলা এলাকায় সর্বস্ব কেড়ে নিয়ে ৫ শ্রমিককে অজ্ঞান অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ট্রাকযোগে ঢাকা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মহিষবাথান গ্রামের দুলাল হোসেনের ছেলে রুহুল আমিন (৩৫), মোজাহার আলী আকন্দের ছেলে বাবুল (৩৩) ও হাফিজুল (৪০), বাবলুর ছেলে শাহাদৎ (২৫) এবং একই গ্রামের আবু সাঈদ (৫৫)। এদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত রুহুল আমিনের চেতনা ফিরলেও বাকিদের অবস্থার উন্নতি হয়নি।
অসুস্থ শ্রমিক রুহুল আমিন জানান, ঢাকার গাবতলী থেকে সিরাজগঞ্জের মহিষলুটি আসার জন্য এসব শ্রমিকেরা একটি ট্রাকে উঠেন। কিছুক্ষণ পর আরো তিনজন নিজেদের শ্রমিক পরিচয় দিয়ে বনপাড়ায় যাওয়ার জন্য ট্রাকে উঠেন। পথে এই তিনজন শ্রমিক অন্যদের সাথে পরিচিত হন এবং জুস খেতে দেন। এরপর থেকে তাদের আর জ্ঞান ছিলো না। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে খেজুরতলা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশে তাদেরকে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা। শনিবার ভোরে পথচারীরা দেখতে পেয়ে খবর দিলে স্বজনেরা এসে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। পরে স্বজনেরা এসে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব