বিএনপি বাসে আগুন দিয়ে, বোমা মেরে মানুষ হত্যা করে জনগনের সমর্থন হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর জনগনের জানমাল রক্ষায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি দেশ-জনগনের উন্নয়নে কাজ করায় আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে নির্মানাধীন ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের সাথে জনগণ রয়েছে। তার প্রমাণ সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচনে সাধারন মানুষ আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ও দলকে সুসংহত-সুসংগঠিত করার স্বার্থেই স্থানীয় সরকারের তৃণমুলের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে। পৌরসভা নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদের নির্বাচনও অবাধ নিরপেক্ষ এবং শান্তিপুর্ণ হবে বলে তিনি জানান।
এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইট, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জান্নাত আরা হেনরী তালুকদার, সিভিল সার্জন ডা. প্রীতম্বর রায়, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিকক ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন