মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় আসলে বাংলাদেশের নাম পরিবর্তন করে পাকিস্তান করবেন।
তিনি আজ শনিবার দুপুরে শেরপুর শহরের গরুহাটিতে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আমরা আমাদের চেতনা কারো কাছে বিক্রি করি নাই। কাজেই যে দেশ এত রক্ত দিয়ে সৃষ্টি করেছি। এ দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হুইপ আতিইর রহমান আতিক, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ।
এদিন জেলার পাঁচ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধানে ১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৫ তলা ফাউন্ডেশনের প্রথম ধাপে তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন