খুলনা মহানগরীর সোনাডাঙার ময়লাপোতা এলাকায় একটি হরিজন পল্লীতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে কাজ শুরু করেছে নগরীর বয়রা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
টুটপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মেজবাউল হাসান বিষয়টি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন