রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের একব্যক্তির ৫ বছরে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ওই শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ধর্ষক পলান চন্দ্র ওরফে কটুকে (৪২) গ্রেফতার করেছে। রাতে শিশুটির বাবা বাদী হয়ে মোহনপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পলান চন্দ্রের বাড়ির পাশে শিশুটি খেলছিল। এসময় তাকে গাজর দেওয়ার লোভ দেখিয়ে পলান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। এরপর শিশুটির অবস্থা অবনতি হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পলান চন্দ্রকে গ্রেফতার করে।
মোহনপুর থানার পরির্দশক (তদন্ত) হিপজুর আলম মুন্সী জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন