চুয়াডাঙ্গায় পাওয়ার টিলারের চাপায় রান্নু বিশ্বাস (৩২) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাওয়ার টিলারের চালক শরিফুল ইসলামও (৪৫) আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্নু ঝিনাইদহের বিষয়খালী গ্রামের আতর আলীর ছেলে। আহত শরিফুল ইসলাম একই এলাকার আজিবর মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব