যশোর শহরের বারান্দিপাড়া ঢাকা-রোড ব্রিজের নিচ থেকে আজ রবিবার সকালে এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সকাল ৮টার দিকে ভৈরব নদের ঢাকা-রোড ব্রিজের পশ্চিমপাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বুকে ও পেতে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে দেয়। সকালে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে ওই স্থানে গেলে মরদেহটি দেখতে পায়। মরদেহের পকেট থেকে একটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
যশোর শহরের বেলতলা এলাকার রিকসাচালক লিটন হোসেন বলেন, ‘নিহত ছেলেটিকে শহরের বিভিন্ন স্থানে ইজিবাইক চালাতে দেখেছি। কিন্তু ছেলেটির নাম পরিচয় জানি না।’।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা