লক্ষ্মীপুরের কমলনগরে বাসের চাপায় মোহাম্মদ আব্দুল মান্নান নামে ১২ বছর বয়সী এক স্কুল ছাত্র মারা গেছে। (আজ) রবিবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের গণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মো. জাকের হোসেনের ছেলে ও দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে মন্নান স্কুলে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে দ্রুতগামী যাত্রীবাহী বাস মিশু পরিবহনের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত ছাত্রের লাশ তার বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা