কানসাট-শিবগঞ্জে নাশকতার ঘটনায় গত এক বছরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ হাজার আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সেইসঙ্গে ২৮টি পিস্তুলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর শিবগঞ্জ ও কানসাটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় জামায়াত-শিবির ক্যাডাররা। ওই সময় আগুনে দগ্ধসহ প্রায় ১৭ জন নিহত হন এবং আহত হন প্রায় দুই শতাধিক ব্যক্তি। ওইসব ঘটনায় দায়ের করা হয় বিভিন্ন ধারায় মামলা।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, অস্ত্র ব্যবসা রোধে গত বছরে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪ জন অস্ত্র ব্যবসায়ীকে ২৭টি পিস্তুল, ৫৪টি ম্যাগজিন, ২শ' ১০ রাউন্ড গুলি, ১টি একনলা বন্দুক, ১শ’ ৫৮টি ককটেল ও ১শ’ ১৬টি পেট্রলবোমাসহ গ্রেফতার করা হয় এবং পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসা রোধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন, ১শ’ লিটার চোলাইমদ, ৪০ কেজি গাঁজা, ১৫ হাজার ১শ’ ৩৬ বোতল ফেনসিডিল ও ৮ হাজার ২শ’ ৫০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের ৭৬ জন শীর্ষ নেতাসহ ১ হাজার ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানায় ১ হাজার ৮শ’ ৪৭ জন পলাতক আসামি ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২ হাজার ৫০ জন ও অন্যান্য মামলার ৩ হাজার ৪শ’ ৭৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার একটি সূত্র জানায়, অন্যান্য বছরের তুলনায় ২০১৫ সালে নাশকতা মূলক ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে নাশকতামূলক ঘটনা ঘটেছিল ৪৯টি, ২০১৪ সালে ১৩টি ও ২০১৫ সালে ২০টি। এর আগে থানায় শত শত মামলা ঝুলে থাকলেও বর্তমানে ৪৯টি মামলা চলমান অবস্থায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা