সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবুসহ বিএনপি-ছাত্রদলের ৪ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনে আবেদন করেন। এ সময় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন: জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সেলিম ভুইয়া, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর মাহমুদ পলাশ এবং কাওয়াখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা