নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দুর্ঘটনার জন্য এককভাবে শুধু গাড়ির চালকরাই দায়ি নয়, এর আরো কারণ আছে। এজন্যে শুধু চালকদেরকে সাজা দিলেই হবে না। যে প্রকৌশলীর কারণে রাস্তার ত্রুটি হলো তাকেও সাজা দিতে হবে।
রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করার জন্য ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত মিলে সারা দেশে পেট্রল বোমা মেরে ৯২ জন চালক ও হেলপারকে হত্যা করেছে। তিনি সেই সব চালক ও হেলপাদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা জীবনের ঝুকি নিয়ে সে সময় গাড়ির চাকা সচল রেখেছিলেন। মন্ত্রী তার বক্তব্যে চালকদেরকে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কামরুজ্জামান বদরু।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ