অপহরণের ৭ দিন পর আজ বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটার কাছে অভিযান চালিয়ে পুলিশ আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৪) নামে এক অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শাটারগান উদ্ধার করেছে।
অপহরণকারী আশরাফুল শৈলকুপার উপজেলার নলখোলা গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, গত ১০ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে অপহরণ করে অপহরণকাররী। এরপর মোবাইল ফোনের মাধ্যমে আরিফুলের পরিবারের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে পুলিশ অভিযান চালায়। এ সময় আরিফুলকে উদ্ধার ও অপহরণকারী আশরাফুলকে আটক করে থানায় আনার পথে হরিহরা ইটভাটার কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে আশরাফুল গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ আশরাফুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা