ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাকিমুল মোল্লা (২০) নামে যুবককে শ্বাসরোধ করে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সেজিয়া গ্রামের গম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
হাকিমুল মোল্লা মহেশপুর উপজেলার কাজীর বেড় ইউনিয়নের সামান্ত গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানায়, বুধবার রাত ৮টার দিকে হাকিমুল মোল্লা মহেশপুর উপজেলার সামান্ত বাজারের তার সেলুনের দোকান বন্ধ করে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে বের হয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার দুপুরের দিকে এলাকাবাসী সেজিয়া গ্রামের গম ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ আরো ধারণা করছে তার বন্ধুরা পালসার মোটরসাইকেলের লোভে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারের পরই সব জানা যাবে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা