ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কুমিল্লায় আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ৫নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট রাজিয়া সুলতানা মামলাটি গ্রহণ করে তদন্ত করতে জেলা তথ্য অফিসারকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কুমিল্লার আদালতে গত ৪দিনে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের হল।
আদালত সূত্র জানায়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর মাহফুজ আনাম তার পত্রিকায় মিথ্যা, মানহানিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। তিনি সংবাদের যাচাই বাছাই ছাড়াই তা প্রচার করেছেন বলে গত ৬/২/১৬ তারিখে একটি চ্যানেলে স্বীকার করেছেন। সংবাদটি প্রকাশকালে বাদী উপজেলা ছাত্রলীগের সদস্য থাকায় তারও মানক্ষুন্ন হয় বলে তিনি উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ