চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মো. মইনুদ্দিন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার আমনুরা ব্যাইলক্যাপাড়া গোরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুদ্দিন জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব