বান্দরবানের লামায় চান্দের গাড়ি উল্টে দু'জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরঘেরা এলাকায় যাত্রীবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন মোহাম্মদ ইলিয়াছ (৩৫)। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের কক্সবাজারের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ