ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়ন বিএনপি'র ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও রায়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম, দপ্তর সম্পাদক নাসিরুল ইসলাম, সম্মেলনের উদ্বোধক সদর থানা বিএনপির সভপিত আনোয়ার হোসেন লাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বুলেট, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, নাসিরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোলেমান আলী, যুবদল নেতা জিবরিল ইডেন, রফিকুল ইসলাম প্রমুখ।
পরে সম্মেলনে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটিতে তোফায়েল হোসেনকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ