নোয়াখালীর সেনবাগে জমি নিয়ে বিরোধ জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ছাতারপাইয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আবদুল মান্নান (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে জোবায়ের হোসেন (২৩), বড় ভাই আবদুস ছোবহান (৭০), ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা আক্তার (৪০), অপর পক্ষের মো. মোস্তফা (৪৫), তার বোনের ছেলে শুভ (১৭), শাকিল (১৭) ও সাইফুল (২৩)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতারপাইয়া গ্রামের পশ্চিম পাড়ার চাঁনগাজি বাড়ির মো: মোস্তফা ও আবদুল মান্নানের পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকাল ১০টার দিকে বিরোধীয় জায়গাতে মান্নানের পরিবার ঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ব্যপারে কোন পক্ষ এখনও থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব