ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মৎসজীবী কিরণ মিয়া (৫৫) নিহতের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে উপজেলা যুবলীগ। সেইসাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সম্পাদক মো. শের আলম মিয়াকে প্রধান আসামী করার প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা করেছে তারা। আজ শুক্রবার সকালে যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর নেতৃত্বে মিছিলটি সদরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাশে এসে শেষ হয়। আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন অরুয়াইল ইউপি যুবলীগের সম্পাদক জাবেদ আল-হাসান, পাকশিমুল ইউপি যুবলীগের সভাপতি মো. আক্কাস মন্ডল, শাহবাজপুর ইউপি যুবলীগের সভাপতি শাহ মো. কাইয়ুম ও সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত নয়টার দিকে উপজেলা সদরের ব্যাপারীপাড়া ও মালিগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কিরণ মিয়া মারা যান। এ ঘটনায় কিরণ মিয়ার ছেলে হান্নান মিয়া বাদী হয়ে গত সোমবার রাতে মালিগাঁও গ্রামের বাসিন্দা শের আলম মিয়াকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় শের আলম মিয়াকে আসামি করার প্রতিবাদে উপজেলা যুবলীগ আজ এ বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তরা দাবি করেন, কিরণ মিয়া সংঘর্ষে খুন হননি। শনিবার দিবাগত রাত তিনটার পর নিজ পক্ষের লোকজন তাকে হত্যা করেছেন। এরপর একটি মহল শের আলমকে হেয় করার জন্য ওই মামলায় তাকে আসামি করেছেন। বক্তরা ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, 'তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ