চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত অনুসারীদের সমন্বয়ে গঠিত বীনা -আকরাম প্যানেল সংখ্যাগরিষ্ট পদে জয় লাভ করেছে। ১৫টি পদের মধ্যে বিএনপি-জামায়াত অনুসারী প্যানেল ৮টি পদে, আওয়ামী লীগ ও সমমনারা ৬টি পদে ও সোহরাব-শামসুদ্দীন প্যানেলের ১জন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি নির্বচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ সাদিকাতুল বারী বীনা। তিনি পেয়েছেন ৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সামাদ-নজরুল প্যানেলের অ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ পেয়েছেন ৬৬ ভোট।
সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাঃ আকরামুল ইসলাম আকরাম। তিনি পেয়েছেন ৮১ ভোট। তাঁর নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আলহাজ্ব নজরুল ইসলাম পেয়েছেন ৭০ ভোট।
অন্যান্য পদে নির্বচিতরা হলেন, সহ-সভাপতি সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম টিপু ও অ্যাডভোকেট মোঃ আব্দুস সাত্তার, সহ-সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোহাঃ ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মোঃ তোহুরুল ইসলাম পিন্টু, সেক্রেটারী ফর এ্যাকাউন্টস অ্যাডভোকেট মোঃ তসিবুর রহমান, সেক্রেটারী ফর কালচার এ্যান্ড ম্যাগাজিন অ্যাডভোকেট মোহাঃ রেজ্জাকুল হায়দার ও সেক্রেটারী ফর লাইব্রেরী অ্যাডভোকেট মোঃ ইলিয়াস বিশ্বাস।
সদস্য পদে নির্বাচিতরা হলেন, অ্যাডভোকেট মুহম্মদ আহসান হাবীব জুয়েল, অ্যাডভোকেট আনোয়ার সাদাত অতনু বিশ্বাস, অ্যাডভোকেট আলহাজ্ব মোহাঃ মোতাহার হোসেন, মোঃ শহিদুল ইসলাম (২), অ্যাডভোকেট মোহাঃ ফরহাদ হোসেন মিলন, অ্যাডভোকেট মোঃ ইকবাল আজম হীরা ও অ্যাডভোকেট মোঃ তসিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন