বগুড়ার কাহালু থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর শিবগঞ্জ উপজেলার পল্লী থেকে এক পশু চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কামরুজ্জামান নান্নু (২৬) কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের কমর উদ্দিন মজনুর ছেলে।
নান্নুর বাবা মজনু জানান, গত ১৯ ফেব্রুয়ারি থেকে তার ছেলে নান্নু নিখোঁজ ছিল। পরের দিন তিনি কাহালু থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। দুই সন্তানের জনক নান্নু গ্রামে গ্রামে ঘুরে পশুর চিকিৎসা করতো।
শিবগঞ্জ থানার এসআই ফজলুর রহমান জানান, সকালে স্থানীয় কিশোররা ওই বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে সেফটিক ট্যাঙ্কের ভেতর লাশটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন