সিরাজগঞ্জ পৌর শহরের মাহমদপুর মহল্লা থেকে ইয়াবা-হেরোইনসহ এক নারীসহ ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে র্যাব-১২ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলো- মাহমুদপুর মহল্লার ২নং গলির শাহিন সেখের স্ত্রী বুলি খাতুন (৩০) ও মৃত হারুনুর রশিদের ছেলে মোঃ আমিন (৩০)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, বুলি খাতুন তার নিজ ঘরে ইয়াবা-হেরোইন বিক্রি করছে এমন অভিযাগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৮০পিচ ইয়াবা ট্যাবলেট, ৬৫ গ্রাম হেরোইন, তিনটি মোবাইলসেটও নগদ-৪১ হাজার টাকাসহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন