পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ফুলতলা লঞ্চঘাট সংলগ্ন পায়রা নদী থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর একাটার দিকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পটুয়াখালী সদর ওসি কে এম তারিকুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ খবর পেয়ে পুলিশ নদীতে ভাসমান অবস্থায় নারীর মৃতদেহ উদ্ধার করে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব