পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করে বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি ডা. এন সি বাড়ইয়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, রোটারিয়ান ববিতা রানী বর্মন, অ্যাড. সুকমল সরকার, রনজিত্ সরকার, শিপন রবিদাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক হামলা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পাকিস্তান আমলের মতো একই কায়দায় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক। মহান একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের সকালে মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ড পরিকল্পিত। বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদেও দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করেন। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তায় কমিশন গঠনের দাবি জানান।
এদিকে, একই দাবিতে বগুড়ার শেরপুরেও মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার। এছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা হরিশংকর সাহা, বরেণ স্যানাল, বিরেণ দাস, পরিমল বসাক ও অরূপ কুন্ডু প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ