সময় ফুরিয়ে যাচ্ছে। দিন গড়িয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে বগুড়া বইমেলাও এখন শেষ পর্যায়ে। শেষ সময়ে এসে বগুড়ার পাঠকরা এখন বইমুখী হয়ে উঠেছে আগের থেকে দিগুণ। শেষ সময়ে এসে ক্রেতা বিক্রেতা পাঠক লেখকদের পদচারণায় মুখরিত হয়ে আছে বইমেলা। সব কিছু ঠিক থাকলেও আগামীকাল ২৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে প্রাণের বগুড়া বইমেলা। সেইসঙ্গে ভাঙবে বগুড়ার কবিসাহিত্যিকদের মিলনমেলাও।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী চলতি বইমেলার আজ শনিববা ৮ম দিন।
শনিবারের বইমেলার আলোচক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, বিআইআইটি অধ্যড়্গ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, কবি গল্পকার জয়ন্ত দেব। উপস্থিত ছিলেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, প্রচার সম্পাদক এইচ আলিম, দপ্তর সম্পাদক শুভ ইসলাম, নির্বাহী সদস্য শাহনাজ পারভিন শিরি, আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, হাকীম মজিদ মিয়া, নাট্যজন খলিলুর রহমান চৌধুরী, মির্জা আহছানুল হক দুলাল, গীতিচর্চা সঙ্গীতালয়ের পরিচালক তাপসি দে, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ