জেলা শহরের কালেক্টরেট মাঠে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সকাল ১১টা ৩৫ থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট ব্যাপী মোনাজাতে লালমনিরহাট ও আশেপাশের জেলার হাজার, হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলীগ জামাতের অন্যতম মুরব্বি ও ঢাকাস্থ কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা যোবায়ের হাসান।
গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় এ ইজতেমা।
এদিকে শুক্রবার সন্ধ্যায় ইজতেমায় আজিজুল হক (৬০) নামের এক মুসল্লি হ্নদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। মৃত আজিজুল ইসলাম শহরের সুরকিরমিল এলাকার কামরুজ্জামানের ছেলে। পরে ইজতেমা ময়দানে বাদ এশা মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে কালেক্টরেট মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার কারণে মুসল্লিরা রাস্তায় বসে মোনাজাতে শরিক হন। পাশাপাশি রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন