সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইউপি নির্বাচন প্রসঙ্গে বলছেন, বিএনপি আসলে নিজেরাই নিজেদের বাধা। নিবার্চনে তাদের প্রার্থীরা পালিয়ে বেড়াচ্ছে। ভয়কে তারা জয় করতে পারেনি। বিএনপি এখনো নির্বাচন ও আন্দোলন করার সাহস অর্জন করতে পারেনি। এ জন্য তারা ইউপি নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে। এ ভয়কে জয় করতে না পারাই তাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের সভাপতিত্বে একটি কারখানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যা, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, বিশিষ্ট শিল্পপতি এটিএম এনায়েত উল্যা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব