বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিতে থাকা ৬টি সরকারী মেহগনি গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কাউকে অবহিত না করে গত শুক্রবার সরকারী বন্ধের সুযোগে তিনি গাছ কেটে বিক্রি করেন বলে অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন ঘরামি এবং সহকারী শিক্ষিকা হাসিনা মমতাজ ও হাফিজা বেগম।
প্রধান শিক্ষক সত্য রঞ্জন ঘরামি ও সহকারী শিক্ষিকা হাসিনা মমতাজ জানান, ১৩/১৪ বছর আগে বিদ্যালয়ের জমিতে শিক্ষকরা ওই গাছগুলো লাগিয়েছেন। ছোট ছোট গাছগুলো বৃহস্পতিবার ছুটির সময়ও দেখে বাড়ি যান। শনিবার সকালে স্কুলে এসে ৬টি মেহগিনি গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনা শিক্ষকরা ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খানকে জানাতে গেলে তিনি তাদের (শিক্ষক) সাথে তেলে বেগুনে ক্ষেপে গিয়ে বলেন, এ গাছ কাটা নিয়ে শিক্ষকদের বাড়াবাড়ি করার দরকার নেই, ওই গাছ তিনিই শুক্রবার কেটে ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। এ নিয়ে শিক্ষকদের মাথা না ঘামাতে বলেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক শনিবার সকালে তাকে বিষয়টি অবহিত করলে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খানকে কাটা গাছগুলো না নেয়া কিংবা সরিয়ে না ফেলার নির্দেশ দিয়েছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান সরকারী গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই গাছগুলো সরকারী সম্পদ নয়। সেখানে তিনি পারিবারিক কবরস্থান নির্মাণ করবেন। এ কারনে তার ব্যক্তিগত জমির গাছ কেটে বিক্রি করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব