বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিন ব্যাপারি নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলা মৌলভী বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত পুলিন ব্যাপারী উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ভ্যান চালক জামাল (৫০) এবং মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫)।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া জানান, নিহত পুলিন ব্যাপারী ব্যাটারি চালিতভ্যানে করে উপজেলা সদর থেকে তাফালবাড়ি যাবার পথে মৌলভী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘের্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী পুলিন ব্যাপারি নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব