বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম বলেছেন, মাতৃভাষার জন্য আন্দোলন, রক্তদান এমন গর্বিত ইতিহাস শুধু বাঙালীর। আজ সমগ্র বিশ্বে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। মহান একুশের পথ ধরেই পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা।
তিনি বলেন' ২০২১ সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে মধ্যম আয়ের দেশে। এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে এর ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব। দেশের উন্নয়ন অগ্রগতি সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী শক্তিদের মাথা চাড়া দিতে দেওয়া যাবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলা আমাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে দূরে রাখবে। আমরা যদি সুশিক্ষার পাশাপাশি শিশুদের ক্রীড়া মনস্ক করে গড়ে তুলতে পারি তাহলে আগামীতে বাংলাদেশের পরিবর্তন আসবেই।
তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
প্রতিষ্ঠানের সভাপতি রাকসুর সাবেক ভিপি হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।
বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ইমরান হোসেন রিবন, বগুড়া রিয়েল এস্টেট এসোঃ এর সভাপতি আনোয়ারুল করিম দুলাল, সাধারণ সম্পাদক সাইরুল ইসলাম, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহসীন আলী রাজু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইছাহাক আলী, প্রভাষক জাকারিয়া পারভেজ।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন